State

বৃষ্টিতে মাটি হতে পারে বসন্তপঞ্চমীর আনন্দ, ৮ জেলায় হলুদ সতর্কতা

মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা সকলের মনখারাপ করে দিয়েছে। সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ৮ জেলায় হলুদ সতর্কতা।

ফের ঘূর্ণাবর্তের হামলা। বিহারের ওপর অবস্থান করা এই ঘূর্ণাবর্তের হাত ধরে পশ্চিমবঙ্গে হুহু করে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। যেহেতু এই জলীয় বাষ্প পশ্চিমের জেলাগুলি দিয়ে ক্রমে প্রবেশ করছে তাই সেখানে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

তবে বৃষ্টি থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গই রেহাই পাবেনা বলে পূর্বাভাস। কোথায় কেমন বৃষ্টি হবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে মঙ্গল, বুধ ও বৃহস্পতি ৩ দিনই বৃষ্টি হতে পারে। এই ৮ জেলার জন্য মঙ্গল ও বুধবারে রয়েছে হলুদ সতর্কতা।


বুধবার সরস্বতী পুজো। গোটা বাংলা মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। সেখানে বৃষ্টির খবর মনখারাপ করে দেওয়ার মত। কিন্তু ঠিক বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন ও তারপর দিন বৃহস্পতিবারই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনায় কম বৃষ্টি হবে। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।


বাগদেবীর আরাধনায় বৃষ্টি বাধ সাধতে পারে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের সবকটি জেলায় বুধবার পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তারমানে বুধবার সরস্বতী পুজোর দিন গোটা বাংলা জুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বুধবার সব জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার ২ দিনাজপুর ও মালদায় কেবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button