Business

রঘুরাম রাজনের জায়গায় কৌশিক বসু?

রঘুরাম রাজনের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হতে চলেছেন কৌশিক বসু? এমন এক জল্পনা কিন্তু ঘুরপাক খাচ্ছে। আগামী ৯ অগাস্ট দ্বিমাসিক ঋণনীতি সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন রঘুরাম রাজন। সম্ভবত সেটাই তাঁর আরবিআই গভর্নর হিসাবে শেষ বৈঠক। কারণ আগামী ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে তাঁর সময়সীমা শেষ হচ্ছে। মাঝে মোদী সরকার তৎপরতা দেখালেও রঘুরামের উত্তরসূরি খোঁজায় এখন কিছুটা হলেও ঢিলে দিয়েছে তারা। অন্তত এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল। আগে এই দৌড়ে ছ’জন থাকলেও শোনা যাচ্ছিল দৌড়ে এগিয়ে এসবিআই চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। এবারও আরও এক বঙ্গসন্তানের নাম সামনে আসায় নতুন করে জল্পনা শুরু হল। তবে আগামী দিনে টাকায় বিশ্বব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর সাক্ষর দেখতে পাওয়া যাবে কিনা তা হয়তো ৯ অগাস্টের পরই পরিস্কার হবে সকলের কাছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *