Entertainment

হাঁটুগেড়ে গোলাপ দিলেন রণবীর, বিনিময়ে পেলেন চুম্বন

হাঁটুগেড়ে বসে পড়লেন রণবীর সিং। হাতে তাঁর গোলাপ। প্রেম নিবেদনের এ এক শতাব্দী প্রাচীন পাশ্চাত্য ধরণ। তবে এখন প্রাচ্যেও তা বহুল প্রচলিত। তবে এ গোলাপ স্ত্রী দীপিকাকে দিলেন না রণবীর। তবে কাকে? এ প্রশ্ন স্বাভাবিক। বিবাহিত রণবীরের আবার কাকে ভালো লাগল? দীপিকার সঙ্গে কী তবে বিয়েটা ভাঙছে? এমন নানা প্রশ্ন ঝড়ের মত ভেসে আসতেই পারে। কিন্তু সত্যটা একটু অন্যরকম। রণবীর গিয়েছিলেন লন্ডনে। সেখানে সাউথহলে ছিলেন তিনি। জায়গাটা লন্ডন শহরে বিখ্যাত ভারতীয় নাগরিকদের বসবাসের জন্য। প্রায় ভারতীয়দের কলোনিতে পরিণত হয়েছে সাউথহল।

সাউথহলে রণবীরকে চিনে নিতে অসুবিধা হয়নি কারও। খবর ছড়াতেই ভিড় জমে যায়। কেউ সেলফি তোলেন রণবীরের সঙ্গে, কেউ পরিবার নিয়ে গ্রুপ ফোটো, কেউ হাত মেলান। এমনকি রণবীর সিং তাঁদের সঙ্গে রয়েছেন এটা মাথায় রেখে ঢাকঢোলও বাজতে শুরু করে। ভিড় ক্রমশ রণবীরকে ঘিরে বাড়তে থাকে। বিরক্ত হননি রণবীর। বরং সকলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেন তিনি। এই সময় তাঁর চোখ যায় ভিড়ের পিছনে। সেখানে এক বৃদ্ধা হুইলচেয়ারে বসে আছেন। ওই ভিড়ে তিনি ঢোকার সুযোগ পাননি। তাই দূরে থেকেই রণবীরকে দেখছিলেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এটা নজরে পড়ার পর রণবীর নিজেই ভিড় ঠেলে এগিয়ে যান ওই বৃদ্ধার দিকে। নীল রঙের স্যুট পরা রণবীর হাতে তুলে নেন একটি সুন্দর গোলাপি গোলাপ। তারপর হাঁটু গেড়ে বসে পড়েন ওই বৃদ্ধার সামনে। পুরো ঘটনা তখন ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলে। বৃদ্ধা ফুলটি গ্রহণ করেন। তারপর রণবীরের গালে চুম্বন করেন। রণবীর তাঁর ডান হাতের আঙুলগুলো চেপে ধরেন। তারপর জড়িয়ে ধরেন ওই বৃদ্ধাকে। গোটা ঘটনা অনেকেরই ক্যামেরায় বন্দি হয়। যা পরে ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

আপাতত রণবীর ব্যস্ত ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়কে সামনে রেখে তৈরি সিনেমা ‘৮৩’-র শ্যুটিংয়ে। যে সিনেমায় তিনি কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন আর দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন কপিলপত্নী রোমার চরিত্রে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *