Sports

ছাদ খোলা বাসে হায়দরাবাদ ঘুরলেন সিন্ধু


ব্যাডমিন্টনে অলিম্পিক রুপো জয়ী পিভি সিন্ধুকে রাজকীয় সম্মানে মুড়ে দিল হায়দরাবাদ। ছাদ খোলা বাসে সোমবার সকালে শহর পরিক্রমা করলেন সিন্ধু। ফুলের মালা, স্তবকে তাঁকে বরণ করে নেন সকলে। বহু মানুষ রাস্তার দু’ধারে উপস্থিত ছিলেন সিন্ধুকে একবার দেখার জন্য। এদিন সিন্ধু সঙ্গে ছিলেন তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ। সোমবার সকালেই রিও থেকে দেশে ফেরেন সিন্ধু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতন। রুপো জয়ী ২১ বছরের এই হায়দরাবাদের ঘরের মেয়েকে সম্বর্ধনার আয়োজন হয়েছে গাচিবৌলি স্টেডিয়ামে। এদিকে পিভি সিন্ধুকে রুপো জয়ের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিচ্ছেন সচিন তেন্ডুলকর। এর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর সাইনা নেহওয়ালকেও এই একই উপহার দিয়েছিলেন সচিন।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *