মেট্রো স্টেশনের কাছে ওটা লেপার্ড নয়, অবশেষে জানা গেল কোন প্রাণি
মেট্রো স্টেশনের পিছন দিকে লেপার্ড দেখা গেছে। এটা ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ত্রাসের আবহ তৈরি হয়। পরে জানা গেল ওটা আসলে কোন প্রাণি।
মেট্রো স্টেশনের লাগোয়া সবুজে ঘেরা জঙ্গলের মত এলাকা। সেখানেই আচমকা এক প্রাণিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ছবিও দূর থেকে তুলে তা ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। ফলে সে খবর আগুনের মত ছড়িয়ে পড়ে। খবর যায় বন দফতরের কাছেও।
প্রাথমিকভাবে ওটা লেপার্ড বলেই সন্দেহ হয় সকলের। বন দফতরের পক্ষ থেকেই স্থানীয় মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়। এদিকে বন দফতরের আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করে সেই লেপার্ডের খোঁজ শুরু হয়।
জনবসতিপূর্ণ এলাকায় এভাবে লেপার্ড দেখতে পাওয়া যে চিন্তার তা বিলক্ষণ জানতেন বন দফতরের আধিকারিকরা। তাই তাঁরা সতর্কতা নিতে দ্বিধা করেননি।
শুক্রবার ছড়িয়ে পড়ে এই খবর যে হায়দরাবাদের মিঞাপুর মেট্রো স্টেশনের পিছনের জঙ্গলে লেপার্ড পাওয়া গেছে। বন দফতরের আধিকারিকরা খোঁজ খবর করে ওই প্রাণির দেখা না পেলেও তার পায়ের ছাপ উদ্ধার করেন।
দেখা যায় তা সাড়ে ৩ থেকে ৪ সেন্টিমিটার। কিন্তু লেপার্ডের পায়ের ছাপের দৈর্ঘ্য কমপক্ষে ৭ সেন্টিমিটার হয়। ফলে এটা তাঁদের কাছে পরিস্কার হয়ে যায় যাকে লেপার্ড বলে সন্দেহ করা হচ্ছিল তা লেপার্ড নয়। তাহলে কি?
বন দফতরের আধিকারিকরা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন ওটা লেপার্ড নয়, বন বিড়াল। শনিবার তাঁরা বিষয়টি পরিস্কার করে দেন। জানান ওটা বন বিড়াল। তাই আতঙ্কের কিছু নেই। এটা জানার পর হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা