Feature

মুক্তোর শহর নামেই বিখ্যাত, তবে এ শহরের অন্য পরিচিতিও আছে

এ শহরকে মুক্তোর শহর বলে ডাকা হয়ে থাকে। তবে এটি দেশের এমন এক শহর যার একাধিক পরিচিতি রয়েছে। তবে মুক্তোর শহর বলেই পৃথিবী তাকে চেনে।

একটি শহরের বিশেষত্ব তাকে বিশেষ পরিচিতি দেয়। বিশেষ নাম দেয়। যে নামে তাকে সকলে একডাকে চিনতে পারেন। শহরের নামের বাইরেও এই বিশেষণ তার গরিমা বৃদ্ধি করে। তেমনই দেশের একটি শহরকে মুক্তোর শহর বলা হয়। কারণ দেশের মুক্তোর ব্যবসার সবচেয়ে বড় অংশ এই শহরকে কেন্দ্র করেই আবর্তিত হয়।

যা কেবল দেশের মুক্তোর চাহিদাই পূরণ করেনা, বিদেশেও এখান থেকে মুক্তো রফতানি হয়। যা রাজ্যকে একটা বড় অংশের আর্থিক ভরসা দেয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ শহরের থেকে কিছুটা দূরে রয়েছে চন্দনপেট নামে একটি গ্রাম। মুক্তোর মূল চাষটা নির্ভর করে আছে এই গ্রামের ওপর। এই গ্রামের বলা যায় একমাত্র চাষই হল মুক্তো।

এখান থেকেই মুক্তো চলে আসে হায়দরাবাদ শহরে। এই হায়দরাবাদ থেকে সেই মুক্তোর ব্যবসা হয়। তাই চন্দনপেটে মুক্তো তৈরি হলেও হায়দরাবাদ শহর থেকেই ব্যবসাটা চলে।

Hyderabad Metro
ফাইল : হায়দরাবাদ মেট্রো, ছবি – আইএএনএস

তাই হায়দরাবাদকে ভারতের মুক্তোর শহর বলা হয়। হায়দরাবাদের মুক্তোর খ্যাতি বিদেশেও রয়েছে। অনেক দেশেই হায়দরাবাদের মুক্তো রফতানি হয়ে থাকে।

তেলেঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদ অবশ্য কেবল তার মুক্তোর জন্যই বিখ্যাত এমনটা নয়। এ শহরকে নিজামের শহরও বলে ডাকা হয়ে থাকে।

Hyderabad
ফাইল : লকডাউনে জনশূন্য হায়দরাবাদের চারমিনার চত্বর, ছবি – আইএএনএস

এ শহরেই রয়েছে ভারতীয় অন্যতম দ্রষ্টব্য চারমিনার। হায়দরাবাদ শহরে গেলে চারমিনার আগে দেখেন পর্যটকেরা। ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্রও এই হায়দরাবাদ শহর।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *