Sports

বিরাট, রোহিতদের ম্যাচের টিকিট কাটতে এসে অজ্ঞান হয়ে গেলেন ২০ জন

প্রথম ম্যাচে হারের পর এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ২টি ম্যাচ জিততে হবে রোহিতদের। তারই একটি ম্যাচের টিকিট কাটতে এসে অজ্ঞান হয়ে গেলেন ২০ জন।

ক্রিকেটে নিয়ে উন্মাদনা ভারতে বহুদিনের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টি-২০ সিরিজ খেলছে নিজের দেশে। সেখানে মোহালিতে প্রথম ম্যাচে হারতে হয়েছে রোহিতদের। বাকি ২টি ম্যাচ।

সিরিজ জিততে গেলে ২টি ম্যাচই জিততে হবে। এই ২টি ম্যাচের শেষ ম্যাচটির টিকিট নিয়ে হাহাকার পরিস্থিতি। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ জিমখানা স্টেডিয়ামে।

ম্যাচটি হবে মহালয়ার দিন। তারই টিকিট কাটাতে বুধবার হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। স্টেডিয়ামের মূল ফটক ভেঙে কার্যত ঢুকে পড়েন তাঁরা।

ওই বিশাল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ক্রিকেট ম্যাচের টিকিট কাটতে এসে এক হুলস্থূল পরিস্থিতির শিকার হন অনেকে।

পুলিশ লাঠিচার্জ শুরু করলে মানুষজন টিকিট কাটা ফেলে এদিক ওদিক ছুটতে শুরু করেন। এদিকে প্রবল ভিড় ও এমন উত্তেজক পরিস্থিতির কারণে অনেকে ভাল করে নিঃশ্বাস নিতে পারছিলেননা।

২০ জন ওই ভিড়ের মধ্যেই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। অনেকে লাঠির ঘায়ে আহত হন। পরিস্থিতি এরপর নিয়ন্ত্রণে এলেও অজ্ঞান হয়ে যাওয়া মানুষজনকে নিয়ে হাসপাতালে ছোটা হয়। এঁদের মধ্যে মহিলারাও ছিলেন।

ক্রিকেট খেলা দেখার জন্য টিকিটের হাহাকার এবং টিকিট কেনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হওয়া ভারতে অনেকদিন পর হল। তবে যাঁরা টিকিট কাটতে এসেছিলেন তাঁদের দাবি, একে তো টিকিট কম, তার ওপর মাত্র ৪টি কাউন্টার। ফলে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More