Durga Pujo

৯৫ পল্লী

যোধপুর পার্ক বাজারের কাছে রহিম ওস্তাগর লেন। এই পাড়াতেই ৬৮ বছর ধরে হয়ে আসছে ৯৫ পল্লীর দুর্গাপুজো। এবার এই পুজোর থিম ‘অধরা’। ঈশ্বরই সব শক্তির উৎস। কিন্তু তাঁকে দেখা যায়না। তবু মানুষ তাকে খুঁজে ফেরে। এক একটি রূপের মধ্যে তাঁকে খুঁজে পেতে চায়। কিন্তু ঈশ্বরের আসল রূপ কেউ কখনও দেখেনি। তা চিরকালই ‘অধরা’।

এই ভাবনার হাত ধরেই সেজে উঠছে ৯৫ পল্লীর মণ্ডপ। মণ্ডপের গঠনশৈলী দেখে মনে হবে একটি মন্দির। সম্পূর্ণ ভাবনাকে রূপ দিচ্ছেন শিল্পী সুশান্ত পাল। তিনিই প্রতিমার রূপদান করছেন। থিম ভাবনার কথা মাথায় রেখেই সুশান্তবাবু গড়ে তুলছেন প্রতিমা।

৯৫ পল্লীর এবারের বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন বেশ তাড়াতাড়িই। মহালয়ার দিন। ফলে দর্শনার্থীরা এই পুজো ঘুরে দেখার জন্য অনেকটা সময় হাতে পাবেন। তবে পুজোর দিনগুলোয় স্বভাবতই ভিড় বেশি হয়। তাই পুজোর পাঁচদিনে ৬ থেকে ৭ লক্ষ মানুষ এই মণ্ডপ ঘুরে যাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *