বছর শেষের আনন্দে মাতোয়ারা এখন গোটা বিশ্ব। ফিলিপিন্সের কোটাবাটো শহরের সাউথ সিজ মলে সোমবার সকাল থেকেই ভিড় ছিল। বর্ষশেষের কেনাকাটায় ব্যস্ত ছিলেন মানুষজন। এমন সময়ে মলের সামনে ব্যাগেজ কাউন্টারের সামনে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আশপাশ তছনছ হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হন ২৩ জন। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্ষশেষের খুশি নিমেষে শ্মশানের চেহারা নেয়। চারদিকে বারুদের গন্ধ আর আর্তনাদে মুখর হয়ে ওঠে আকাশ বাতাস।

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এক ব্যক্তি একটি প্যাকেট মলের সামনে ফেলে দিয়ে যায়। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)












