National

সংসদ শুরু ১৭ জুন, কবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী

যে বছর ভোট থাকে সে বছর পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় সরকার পেশ করতে পারেনা। তবে একটা বাজেট পেশ হয়। যা পূর্ণাঙ্গ হয়না, হয় অন্তর্বর্তী বাজেট। জিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। এবার লোকসভা ভোট থাকায় সেটাই হতে চলেছে। ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি বিদেশে চিকিৎসা করাতে যাওয়ায় পীযূষ গোয়েল বাজেট পেশ করেন। এরপর ভোট হয়েছে। নতুন সরকার গঠন হয়েছে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পালা।

আগামী ১৭ জুন বসতে চলেছে নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশন চলবে ১৭ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত। এরমধ্যে ৫ জুলাই দেশের নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন পূর্ণাঙ্গ বাজেট। সংসদের অধিবেশন চলায় সে সময় বাজেট নিয়ে চর্চাও হবে। ২০ জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এবার লোকসভায় নিজেদের শক্তি আরও বাড়িয়ে আসছে বিজেপি। ৩০৩ জন সাংসদ রয়েছে তাদের। ফলে লোকসভায় যে কোনও বিল পাশ করানো আগে যেমন সমস্যার ছিল না, এখন তার চেয়েও বেশি সুবিধার হবে। এদিকে ১৭ জুন অধিবেশনের প্রথম দিনে প্রোটেম স্পিকার নির্বাচিত হবেন। তিনিই নতুন সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন। তারপর ১৯ জুন লোকসভার অধিবেশন চলাকালীন নতুন স্পিকার নির্বাচিত হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *