
রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে চপার কাণ্ডে বারবার আলোচনা চেয়ে মুখর হওয়ায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে দিনের জন্য অধিবেশন কক্ষের বাইরে কাটাতে হল। এদিন সকালে অধিবেশন শুরুর পরই চপার কাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। অন্যান্য সব আলোচনা স্থগিত করে এদিন শুধুমাত্র চপার কাণ্ডে আলোচনার দাবিতে সরব হয় তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বারবার আলোচনার দাবি জানাতে থাকেন। রাজ্যসভার চেয়ারম্যান তাঁকে থামতে বললেও তিনি না থামায় অবশেষে সুখেন্দুবাবুকে অধিবেশন কক্ষ ছাড়ার নির্দেশ দেন তিনি। এদিনের মত কক্ষে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞাও। পরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এনিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সাংসদ। সুখেন্দুশেখরকে বাইরে বার করার প্রসঙ্গকে সামনে রেখে এদিন তৃণমূলের পাশে দাঁড়ায় বিজেপি। তাদের দাবি, যদি সুখেন্দুশেখরকে বার করা হয় তবে কংগ্রেস সাংসদদের কেন রেহাই দেওয়া হচ্ছে? বিষয়টি নিয়ে দিনভরই সরগরম থাকে অধিবেশন কক্ষ।