ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে এদিন বিধান ভবন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করল কংগ্রেস। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ধর্মতলায় মিছিল পৌঁছনোর পর একটি সংক্ষিপ্ত ভাষণ দেন অধীরবাবু। বাঘাযতীনে এক সিপিএম এজেন্টের বাড়িতে ইট, পাথর নিয়ে হামলায় নাম জড়িয়েছে তৃণমূলের। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এদিন মিছিলে সামিল কংগ্রেস কর্মী সমর্থকদের মুখে এমন বেশ কিছু নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ শোনা গেছে। এদিন অধীর চৌধুরীর বক্তব্যে আগাগোড়াই নিশানায় ছিলেন তৃণমূলনেত্রী। ফের একবার মোদী-মমতা সমঝোতা নিয়ে কটাক্ষ করেন অধীর।
Comments