শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারই ছিল শেষ দিন। এরপর আবার সংসদ বসবে বাজেট অধিবেশনে। তার আগে শীতকালীন অধিবেশন শেষ হল চরম বিশৃঙ্খলায়। মাত্র একটা বিল পাশ হল একমাস ব্যাপী অধিবেশনে। কার্যত কর্মহীনভাবেই কাটল দিনগুলো। গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের কথা ঘোষণা করেন। আর গত ১৬ নভেম্বর শুরু হয় অধিবেশন। শুরু থেকেই নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হট্টগোলে সংসদের কাজ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা একদিকে যেমন নিজেদের অবস্থানে অনড় থেকেছে, তেমনই ছিল শাসক দল। এবার তো শাসক বিজেপির সাংসদরাও সংসদে হট্টগোল করেন। যা সাধারণভাবে একটি ব্যতিক্রমী দৃশ্য। একটা গোটা অধিবেশন সংসদ অচল থাকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার অধিবেশনের শেষ দিনেও কিন্তু হট্টগোলের হাত থেকে রেহাই পেল না সংসদের উভয় কক্ষ। অধিবেশনের শেষ দিনের বক্তব্যে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি এদিন সংসদ অচল রাখার জন্য সরকার ও বিরোধী দু’পক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।