National

চিদম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিস, সরকার ও মিডিয়াকে তোপ রাহুলের

গ্রেফতার হতে পারেন তিনি। তাই আপাতত বেপাত্তা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর বাড়িতে বারবার হানা দিচ্ছে সিবিআই ও ইডি-র দল। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। এই অবস্থায় চিদম্বরম যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। সেই নোটিস মুহুর্ত দেশের সব বিমানবন্দরে পৌঁছে গেছে। ফলে এখন আর দেশ ছেড়ে পালাতে পারবেন না চিদম্বরম। চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল অবশ্য দাবি করেছেন এই লুকআউট নোটিস আসলে রাজনৈতিক ষড়যন্ত্র।

চিদম্বরম আগেই দাবি করেছেন যে দিল্লি হাইকোর্ট যেভাবে তাঁকে আইএনএক্স মিডিয়ায় বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে মূল ষড়যন্ত্রী বলে ব্যাখ্যা করেছে তা নেহাতই ভিত্তিহীন। আদালত তাঁকে কাগজপত্র দেখানোর মত সুযোগ দেয়নি বলেও দাবি করেন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে এখন চিদম্বরম কোথায় তা পরিস্কার নয়। তবে লুকআউট নোটিসে তিনি আর দেশ ছেড়ে পালাতে পারবেন না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দলের অন্যতম নেতা চিদম্বরমের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর এই উদ্যোগের পিছনে মোদী সরকারের হাত রয়েছে। মোদী সরকারই ইডি ও সিবিআইকে দিয়ে চিদম্বরমকে চাপ দিচ্ছে। আর এর সঙ্গে কিছু মেরুদণ্ডহীন মিডিয়া চিদম্বরমের চরিত্র হরণ করে চলেছে। এদিন কার্যত তোপের সুরেই একথা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। এটা গণতন্ত্র নয় বলে দাবি করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *