National

সুপ্রিম কোর্টে মিলল না সুরাহা, ফাঁপরে চিদম্বরম

আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করার পর তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান চিদম্বরমের আইনজীবী তথা আর এক কংগ্রেস নেতা কপিল সিব্বল। কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে অবশ্য চিদম্বরমের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেননি সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ।

বিচারপতি রামানা জানান, তিনি কোনও জামিন মঞ্জুর করতে পারবেন না। তবে এই আবেদনের শুনানি যাতে অগ্রাধিকার দিয়ে করা হয় সেই আবেদন করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। এখন প্রধান বিচারপতিই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অযোধ্যা মামলা নিয়ে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই আবেদন শুনে উঠতে পারেননি। ফলে এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে চিদম্বরমকে হাতে পেলে তিনি গ্রেফতার হতে পারেন। যদিও চিদম্বরম এই মুহুর্তে বেপাত্তা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সলিসিটর জেনারেল অবশ্য দাবি করেছেন এই মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। দিল্লি হাইকোর্টও জানিয়েছে আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমই মাথা। তিনিই আইএনএক্স মিডিয়াকে বিদেশি লগ্নি আনার অনুমতিতে সাক্ষর করেন। যেখানে ৪ কোটির কিছু বেশি অর্থ আনার অনুমতি থাকলেও ঘুরপথে ঢোকে ৩০০ কোটিরও বেশি টাকা। এই কাজে নাকি সাহায্য করেছিলেন চিদম্বরমের ছেলে কার্তি। তাঁর বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে ইডি, সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি। এবার আইএনএক্স মামলায় বড় সমস্যায় পড়লেন পি চিদম্বরম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *