Business

নোটবন্দিকে অফিসিয়াল আর্থিক দুর্নীতি বললেন চিদম্বরম

নোটবন্দির পর রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৯৯ দশমিক ৩ শতাংশ নোটই ফিরে এসেছে। তার মানে প্রতিটি নোট অফিসিয়ালি ব্যাঙ্কের কাউন্টারে বিনিময় হয়েছে। এটা একটা অফিসিয়াল আর্থিক দুর্নীতি। কেন্দ্রের এখন নির্বাচন লড়ার জন্য টাকার প্রয়োজন। সেই টাকা পাওয়ার সব রাস্তা তাদের সামনে বন্ধ হয়ে গেছে। ফলে তারা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে টাকা পেতে চাইছে। ১ লক্ষ কোটি টাকা আরবিআই থেকে সরকারের অ্যাকাউন্টে চাইছে। এই অবস্থায় হয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ওই টাকা সরকারের অ্যাকাউন্টে পাঠাতে হবে। অথবা ইস্তফা দিতে হবে। নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তির দিন এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কলকাতায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদম্বরম দাবি করেন, নোটবন্দির ধাক্কায় বহু মানুষ চাকরি হারিয়েছেন। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।

চিদম্বরম এদিন আক্রমণের সুরেই বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শোনা গিয়েছিল তারা শুধু উন্নয়নেই জোর দেবে। কিন্তু এখন আচ্ছে দিন, উন্নয়ন, চাকরি, লগ্নি, বেশি রোজগার কিছু নিয়েই আর কথা বলেনা সরকার। এখন তাদের সামনে একটাই এজেন্ডা, হিন্দুত্ব।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *