National

গারদের পিছনেই ৭৪ তম জন্মদিন কাটাবেন চিদম্বরম, মেনুতে থাকছে জেলের ডাল-রুটি

১৪ দিনের জেল হেফাজতের নির্দেশের পর বৃহস্পতিবারই তিহার জেলের ৭ নম্বর সেলে জায়গা হয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। জেলে তাঁকে সাধারণ কয়েদির মতই রাখা হয়েছে। জেলের ডিজি জানিয়েছেন, চিদম্বরমকে জেলের আইন মোতাবেক রাখা হবে। জেলের নিয়ম তাঁকে মানতে হবে। আদালত যা নির্দেশ দিয়েছে তার চেয়ে বেশি জেলে কোনও সুযোগ তিনি পাবেন না। প্লাস্টিকের থালায় ডাল-রুটি খেতে হবে তাঁকে। যদি তাঁরা খাবার পছন্দ না হয় তাহলে তিনি জেলের নিয়ম মেনে ক্যান্টিন থেকে খাবার নিতে পারবেন।

একজন অভিযুক্ত হিসাবে চিদম্বরম জেলে তাঁর বাড়ির পোশাক পরতে পারেন। কিন্তু আর কিছুই তিনি নিয়ে ঢুকতে পারেননি। সেটাই নিয়ম। ভোরবেলা তিহারে যে প্রার্থনা অনুষ্ঠিত হয় তাতে অন্য জেলে গারদের পিছনে থাকা মানুষের মতই তাঁকে যোগ দিতে হবে। চিদম্বরমের মত হাইপ্রোফাইল বন্দির যে প্রথম রাতে জেলের গারদের পিছনে ঘুম হবেনা সে বিষয়েও নিশ্চিত ডিজি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আগামী ১৬ সেপ্টেম্বর চিদম্বরমের জন্মদিন। ৭৪ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। কিন্তু তাঁর জেল হেফাজত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। ফলে তিনি ওদিন জেলের মধ্যেই কাটাবেন। চিদম্বরম একজন ভিভিআইপি হওয়ায় তিনি যে বিশেষ কোনও সুযোগ সুবিধা জেলে পাবেন তেমনটা নয় বলেও এদিন স্পষ্ট করেছেন জেলের ডিজি। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁকে বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *