World

সমুদ্রের তীরে মিলল ১৪৫টি দেহ

তীরের কাছে এসে আটকে পড়েছিল সকলে। ফেরার চেষ্টাও করেছিল। কিন্তু সে চেষ্টায় সাফল্য আসেনি। যার ফল হল মারাত্মক। মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৪৫টি পাইলট তিমি। সমুদ্রের তীর ধরে পড়ে রইল একের পর তিমির দেহ। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের একদম দক্ষিণ প্রান্তের স্টিউয়ার্ট দ্বীপে।

২টি ভাগে ভাগ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বালুকাবেলায় পড়েছিল তিমিগুলি। কিছু জীবিত থাকলেও তাদের ঠেলে গভীর জলে নিয়ে যাওয়ার আগেই সেগুলির মৃত্যু হয়। তিমি সাধারণত গভীর জলে থাকে। ফলে সমুদ্রের তীরের দিকে চলে এলে তারা বাঁচার উপযুক্ত আবহ পায়না। আবার গভীর জলে ফিরেও যেতে পারেনা। ফলে এভাবেই মৃত্যু হয় তাদের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *