National

পঙ্গপালের দল কী এবার এ রাজ্যেও ঢুকবে, প্রশ্ন উঠছে

রাজস্থান দিয়ে ভারতে তাদের হানা শুরু হয়েছিল। তারপর ক্রমশ তারা এগিয়ে আসছে। ফলে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এ রাজ্যেও।

ভুবনেশ্বর : ইরান হয়ে পাকিস্তান হয়ে রাজস্থানে প্রবেশ করে মরু পঙ্গপালের দল। পঙ্গপালের নানা ধরনের মধ্যে একটি মরু পঙ্গপাল। যেখানে হাজির হয় সেখানে হেক্টরের পর হেক্টর জমির ফসল নিমেষে শেষ করে দিতে পারে এই অগুন্তি পঙ্গপালের দল। রাজস্থানে ফসলের যথেষ্ট ক্ষতি করেছে তারা। তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব নানা রাজ্যে হানা দিয়েছে। ক্রমে তারা পৌঁছে গেছে ওড়িশার কাছে। ফলে ওড়িশা সরকার বুধবারই তার রাজ্যের কৃষকদের সতর্ক করেছে।

ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেভাবে তাদের রাজ্যের প্রতিবেশি রাজ্যে পঙ্গপালের দল প্রবেশ করেছে তাতে ওড়িশার কৃষকদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। ফসল বাঁচাতে তাঁদের নিমযুক্ত কীটনাশক কিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে কৃষকদের হেক্টর প্রতি ২০০ লিটার কীটনাশক স্প্রে করতে পরামর্শ দেওয়া হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কীটনাশক তো আছেই, সেইসঙ্গে কাঁটাযুক্ত গাছের ডাল বা টিনের ড্রাম তৈরি রাখতে বলা হয়েছে। যাতে পঙ্গপাল হানা দিলেও তাদের তাড়ানোর সব ব্যবস্থা তৈরি রাখা যায়। এদিকে ওড়িশায় সতর্কতা জারির পর চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কৃষকদের কপালে। ওড়িশায় যদি পঙ্গপালের দল পৌঁছেই যায় তাহলে এ রাজ্যে ঢোকা তা সময়ের অপেক্ষা হবে। তখন কী করা যাবে! ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *