National

আবার আসিবে ফিরে, হাজারের নোট!

যাঁরা ভাবছিলেন হাজার টাকার নোট বলে দেশে আর কিছু রইল না, তাঁদের ভুল ভেঙে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। এদিন ইকোনমিক এডিটরদের একটি সম্মেলনে হাজির ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, অর্থসচিব শক্তিকান্ত দাস ও মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম।

এখানে কথা প্রসঙ্গে শক্তিকান্ত দাস বলেন হাজার টাকার নোট এখনই বাজারে আনা না হলেও তা আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে ফিরবে। তবে বদলে যাবে রং, রূপ। নোটটি যাতে সহজে নকল করা না যায় সেজন্য নেওয়া হবে বিশেষ বন্দোবস্ত। যার নকশা রিজার্ভ ব্যাঙ্কের ২-৩ জন আধিকারিকের হাতেই দেওয়া হয়েছে. অন্যরা কেউ কিছু জানবেন না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, ‌যাঁরা মোটা অঙ্কের টাকা ব্যাঙ্কে ফেলতে যাবেন না তাঁদের আতঙ্কের কোনও কারণ নেই। তাঁদের লেনদেন নিয়ে রাজস্ব বিভাগ মাথা ঘামাতে যাবেনা। পাশাপাশি তাঁর দাবি, প্রথম দিকে নতুন নোট নিয়ে আর্থিক লেনদেনে অসুবিধা বলে মনে হলেও ভবিষ্যতে এর সুফল উপলব্ধি করতে পারবেন আমজনতা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *