Kolkata
পুরসভায় সিটু ও আইএনটিইউসির যৌথ মিছিল

স্টিং কাণ্ডের প্রতিবাদে লাগানো পোস্টার ছেঁড়ার বিরুদ্ধে এদিন কলকাতা পুরসভায় মিছিল করল সিটু ও আইএনটিইউসি কর্মীরা। তাঁদের অভিযোগ স্টিং কাণ্ডের প্রতিবাদে তারা পুরসভায় যে পোস্টার লাগিয়েছিলেন তা ছিঁড়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের তির মেয়রের দিকে। তাঁদের দাবি, মেয়রের নির্দেশেই তাঁদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন পুরসভায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন সিটু ও আইএনটিইউসি কর্মীরা। পুরসভা চত্বরে এই মিছিলে দুই শ্রমিক সংগঠনের বহু কর্মী সামিল হন। স্টিং কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল বিরোধী শ্লোগান দেন তাঁরা। এদিকে সিটু ও আইএনটিইউসির এই যৌথ মিছিলে ফের একবার বাম-কংগ্রেস জোটের বার্তা পৌঁছে দিলেন দুই শ্রমিক সংগঠনের কর্মীরা।