Kolkata

কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

১২১টি ভোট পেয়ে কলকাতার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির মীনাদেবী পুরোহিত পেয়েছেন মাত্র ৫টি ভোট। এই ৫টি ভোট তাঁরই দলের কাউন্সিলরদের। কারণ কলকাতা পুরসভায় ৫ জন কাউন্সিলর রয়েছেন বিজেপির। অন্যদিকে এদিন ভোটদানে বিরত থাকেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। তৃণমূলের কলকাতা পুরসভায় রয়েছেন ১২২ জন কাউন্সিলর। তারমধ্যে ১২১ জন ভোট দেন। সবকটি ভোট স্বাভাবিকভাবেই গিয়েছে ফিরহাদের ঝুলিতে। প্রসঙ্গত কলকাতা পুরসভায় এই মুহুর্তে মোট ১৪৩ জন কাউন্সিলর রয়েছেন।

এদিন পুরসভায় ছিল মেয়র পদে ভোটগ্রহণ। ফলাফল যে কারও জানা ছিল না এমন নয়। সকলেই জানতেন ফলাফল কী হতে চলেছে। হয়ও তাই। তৃণমূলের ফিরহাদ হাকিমের ঝুলি পূর্ণ হয়ে যায় ভোটে। অন্যদিকে বিজেপি প্রার্থী পেলেন তাঁর দলের ৫ কাউন্সিলরের ভোট।

আনুষ্ঠানিকভাবে ভোটে নির্বাচিত হয়ে মেয়র হওয়ার পর ফিরহাদ হাকিমকে শপথবাক্য পাঠ করান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। ডেপুটি মেয়র হিসাবে শপথ নেন অতীন ঘোষ। এদিন মেয়র পদে শপথ নিতে ধুতি পরে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র হয়ে কার্যতই খুশি তিনি। এদিন তিনি নিজেই জানান, মেয়র হওয়ার পরই তাঁকে ফোন করে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভাল করে কাজ করার নির্দেশ দেন। এদিন মেয়র হওয়ার পর কার্যতই অভিনন্দনের বন্যায় ভাসলেন ফিরহাদ হাকিম।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button