Kolkata

শহরের বাজারে বাজারে ঘোরা শুরু করল টিকা বাস

শহরের বিভিন্ন বাজারে এবার থেকে ঘুরে বেড়াবে টিকা বাস। এর উদ্বোধন করেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

শহরের বিভিন্ন বাজারে এবার ঘুরবে টিকা বাস। বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটি পরিবহণ দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে।

তবে এ বাসে কোনও গন্তব্যে পৌঁছনো যাবে না। কোনও যাত্রীকে নিয়ে এই বাস ছুটবে না। বাসে থাকবে টিকা প্রদানের বন্দোবস্ত। বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দাঁড়াবে এই বাস।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ভ্যাক্সিন অন হুইলস নাম দিয়ে এই বাস বৃহস্পতিবার থেকেই চালু হল। বাসটি ঘোরার বিশেষ কারণ রয়েছে। কলকাতার বিভিন্ন বাজার এলাকায় বহু মালবাহক, দোকানদার, সবজি বিক্রেতা, মাছ-মাংস বিক্রেতা, হকারদের টিকাকরণ করতেই এই উদ্যোগ গ্রহণ করল কলকাতা পুরসভা।

বাসটি যে বাজারে গিয়ে দাঁড়াবে সেখানকার স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হবে বাসের মধ্যে টিকাকরণ। ওই বাসের মধ্যেই বসে হবে রেজিস্ট্রেশন। তারপর সেখানেই টিকা দেওয়া হবে।

টিকা দেওয়ার পর ওই ব্যক্তি নিজের কাজে যেতে পারেন। তবে তাঁর কোনও সমস্যা হলে বাসে থাকা চিকিৎসক দ্রুত তাঁর কাছে পৌঁছে ব্যবস্থা নেবেন।

যেহেতু টিকাগ্রহণকারী ওই বাজারের সঙ্গেই যুক্ত, তাই তিনি বাসের কাছেই থাকছেন। টিকাকরণ সেদিনের মত শেষ হলেও বাসটি তারপর আরও আধঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকবে। সে সময়ের মধ্যেও কারও যদি কোনও সমস্যা হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার এই ভ্যাক্সিন অন হুইলস তার যাত্রা শুরু করল কলকাতার পোস্তা বাজার দিয়ে। পোস্তা বাজারে এই বাসে টিকাকরণের উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজা।

ফিরহাদ হাকিম বলেন, বাজারের দোকানদাররা অনেকে বাজার ছেড়ে টিকা নিতে যাওয়ার সময় করে উঠতে পারছেন না। তাই তাঁদের সুবিধার্থে এবার তাঁদের কাছেই হাজির হল টিকাকরণের সুবিধা।

দোকানি দোকান থেকে এসে টিকা নিয়ে ফের দোকানে ফিরে যেতে পারবেন। তারপর সেখানে আধঘণ্টা তিনি দোকানেই থাকছেন। এর মধ্যে কোনও সমস্যা হলে তাঁর কাছে পৌঁছে যাবেন চিকিৎসক।

Show More