Sports
গম্ভীরের দায়িত্ব সামলাবেন দীনেশ, ডেপুটি রবীন

আসন্ন আইপিএলে দলের খোলনলচে বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক গৌতম গম্ভীর থেকে চেনা টিমের অনেক সদস্যই নেই। সে জায়গায় অনেক নতুন মুখ দলে এসেছে। ফলে গৌতম গম্ভীরের জায়গায় কে দলের দায়িত্ব সামলাবেন তা নিয়ে জল্পনা চলছিল। অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন ক্রিস লিন। তাঁর আবার চোট। তাহলে কে অধিনায়ক?
অবশেষে সেই জল্পনায় জল ঢাললেন কেকেআর কর্তৃপক্ষ। রবিবার দলের নতুন ক্যাপ্টেন হিসাবে দীনেশ কার্তিকের নাম ঘোষণা করল কেকেআর। ভাইস ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়া হয়েছে রবীন উত্থাপ্পাকে। ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছেন দীনেশ। এবার উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক তাঁর নতুন দায়িত্ব কতটা সাফল্যের সঙ্গে পালন করতে পারেন সেদিকে নজর থাকবে সকলের।