State

অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা সাজবে ৫২০ ভরি গয়নায়

সামনেই কালীপুজো। প্রস্তুতিও তুঙ্গে। বোলপুরে অনুব্রত মণ্ডলের কালীপুজোর সুনাম দীর্ঘদিনের। সেই প্রতিমা এবার ৫২০ ভরি সোনার অলঙ্কারে সেজে উঠতে চলেছে।

অনুব্রত মণ্ডল নামটা রাজ্য রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই বোলপুরের কেষ্টদার কালী পুজোর সুনাম দীর্ঘদিনের। সেই পুজোয় মায়ের গায়ের গয়না দেখাও দর্শকদের কাছে একটা অন্যতম আকর্ষণ হয়।

এ পুজো শুরু করেন অনুব্রত মণ্ডলই। সেই পুজোয় প্রতিবছরই সোনার গয়নার পরিমাণ বৃদ্ধি পায়। অনুব্রত মণ্ডল এবার সাংবাদিকদের জানালেন তাঁর পুজোয় এবার ১৭০ ভরি নতুন গয়না যোগ হচ্ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অনুব্রত জানান, গতবছর পুজোয় মায়ের গায়ে গয়না ছিল ৩৫০ ভরি। এবার ১৭০ ভরি যোগ হচ্ছে। ফলে মোট পরিমাণ দাঁড়াচ্ছে ৫২০ ভরি।

এবার অনুব্রত মণ্ডলের কালীপুজোয় প্রতিমা সেজে উঠতে চলেছেন ৫২০ ভরি গয়নায়। মাথার মুকুট থেকে বালা, হার, দুল সহ বিভিন্ন ধরনের গয়নায় সেজে উঠবেন মাকালী।

কালীপুজো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হয়। তিনি নিজে রাত জেগে পুজোয় অংশ নেন। এমন অনেক নেতা-মন্ত্রীই কালীপুজোর সঙ্গে জড়িত। অনুব্রত মণ্ডল তার ব্যতিক্রম নন।

তবে অনুব্রতর কালীপুজোর অন্যতম আকর্ষণই হল তাঁর মায়ের গায়ের গয়না। যা দেখতে মানুষের ভিড় জমে। এবারও পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। গয়না পরানো হবে আগামী মঙ্গলবার।

এবার কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে আদালত। ফলে বৈদ্যুতিন আলো আর মোমবাতি বা প্রদীপের রোশনাইতে আলোকিত হবে চারধার। বারাসাতেও কালীপুজোর প্রস্তুতি শেষ লগ্নে রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *