SciTech

সংসারে নতুন অতিথির আগমন, স্বাগত জানাল চাঁদ

চাঁদের সংসার ক্রমে যেন ভরে উঠছে। এখন নতুন অতিথিদের আনাগোনা বেড়েছে। ফের এক নতুন অতিথিকে স্বাগত জানাল চাঁদ।

চাঁদে এখন নতুন অতিথিদের আনাগোনা বাড়ছে। গতবছরই তারা তাদের কখনও না স্পর্শ করা অংশে স্বাগত জানিয়েছিল ভারতের চন্দ্রযান-৩-কে। এ বছরের শুরুতেই চাঁদে ফের হাজির হল নতুন অতিথি। এবার জাপান তাদের স্লিমকে চাঁদের মাটি স্পর্শ করাতে ভুল করল না।

একেবারে নিখুঁতভাবে, ঠিক যেখানে পূর্বপরিকল্পিত ছিল, সেখানেই পা রেখেছে জাপানের স্লিম। এটা চাঁদের মাটিতে পা রাখার ক্ষেত্রে কার্যত এই প্রথম ঘটল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

চাঁদের মাটি স্পর্শ করার বিরল সম্মান গতবছরই অর্জন করেছে ভারত। এবার পঞ্চম দেশ হিসাবে সেই বিরল সম্মানের ভাগীদার হল জাপান।

জাপানের চাঁদে পা রাখার পর এখন বিশ্বে ৫টি দেশের ঝুলিতে এই সাফল্য রয়েছে। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত ও জাপান, এই ৫ দেশই চাঁদে পৌঁছতে পেরেছে।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র তরফে জানানো হয়েছে তাদের যান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম চাঁদের মাটিতে একদম সঠিকভাবে পা রেখেছে এটা নিশ্চিত। তবে স্লিমের তারপরের পরিস্থিতি বা স্ট্যাটাস এখনও জানা বাকি। নিয়ম মেনে ল্যান্ডারই তাদের খবর পাঠাবে।

তবে চাঁদে পা রাখার যে চ্যালেঞ্জটা ছিল, সে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে জাপান। ফলে মহাকাশে এশিয়া মহাদেশের দাপট আরও বাড়ল। কারণ চাঁদ ছোঁয়ায় ভারত, চিন ও জাপান, এশিয়ার ৩টি দেশের নাম নথিভুক্ত হল।

এর বাইরে উত্তর আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে রাশিয়ার ঝুলিতে এই সাফল্য রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *