World

৫ জঙ্গির ছবি প্রকাশ

বাংলাদেশের রেস্তোরাঁয় হামলা চালানো ৫ জঙ্গির ছবি প্রকাশ করল আইএস। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশিত হওয়ার পরই শোরগোল পরে যায়। যাদের ছবি প্রকাশ করা হয়েছে এরা প্রত্যেকেই সেনার পাল্টা আক্রমণে মারা গিয়েছে। এদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে জানান হয়েছে। পুরো দলটার নেতৃত্বে ছিল কানাডা নিবাসী বাংলাদেশি তরুণ তামিম চৌধুরী। এদিকে ঘটনার পর আইএস দায় স্বীকার করলেও রেস্তোরাঁয় হামলার পিছনে আইএস যোগ মানতে নারাজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাজ্জুমান খান কামাল। তাঁর দাবি, আইএস নয়, রেস্তোরাঁয় হামলা চালিয়েছে জেএমবি। এদিকে যে জঙ্গিকে জীবিত অবস্থায় পাকড়াও করতে সক্ষম হয়েছে সেনা তাকে লাগাতার জেরা চলছে। জেরা চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের আগামী পরিকল্পনা ও ঘাঁটির খোঁজ পেতে চাইছে বাংলাদেশ প্রশাসন। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওইদিন হামলার সময় সত্য পাল নামে এক চিকিৎসককে। ঘটনার দিন সকলকে পণবন্দি করলেও এই চিকিৎসককে ছেড়ে দেয় জঙ্গিরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *