World
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইজারায়েলকে ইরানের হুঁশিয়ারি

বুধবার ২টি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান। ইরানের দাবি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ইজরায়েলে আক্রমণ হানার জন্য যথেষ্ট।
আঞ্চলিক সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ইজরায়েল ডাকার পর থেকেই তেহরান আক্রমণাত্মক কৌশল নিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তাদের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার বোঝা চাপাবে বলেই মনে করছে ইরান।
আপাতত সেই আশঙ্কাকে সামনে রেখেই যে কোনও ধরণের আক্রমণের জন্য তারা কতটা প্রস্তুত তা জানান দিচ্ছে তেহরান প্রশাসন। এদিকে এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইজরায়েলকে সামনে রেখে হলেও প্রতিক্রিয়া হিসাবে একটা কথা খরচ করেনি ইজরায়েল।