Kolkata

জেল থেকেই প্রয়োজনীয় নির্দেশ দেবেন মদন মিত্র


Madan Mitraগারদের পিছনে থাকলেও কামারহাটি কেন্দ্রে তাঁর প্রচারে কোনও সমস্যা হবে না। দলীয় কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন। এছাড়া কামারহাটিতে তিনি নিজে প্রচারে না যেতে পারলেও তাঁর বাড়ির লোকজন তাঁর হয়ে প্রচার করবেন। কামারাহাটিতে তৃণমূল প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন সারদা কাণ্ডে জেলবন্দি মদন মিত্র।


আলিপুর আদালতে পেশ করার পর আদালত থেকে বার হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান। কামারহাটি কেন্দ্রে তাঁকেই প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য তৃণমূলনেত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মদনবাবু। কিছুটা কটাক্ষের সুরেই তিনি বলেন, এখন আর তিনি প্রভাবশালী নন, জনপ্রিয়। জেলে থাকলেও কামারহাটির মানুষ তাঁকে জয়ী করবেন বলে আশাবাদী তিনি। এভাবে তাঁকে আর কতদিন আটকে রাখা হবে তাও সিবিআই আইনজীবীর কাছে জানতে চান কামারহাটির তৃণমূল প্রার্থী।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *