Sports

আরসিবিকে হারিয়ে তিনে উঠতে মরিয়া কেকেআর

আগের ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র কাছে। ফিরতি ম্যাচে সেই হারের মধুর প্রতিশোধ চাইছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে ৩ নম্বরে ওঠাও পাকা করতে চাইছে।

আবুধাবি : বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে কলকাতা। একা ডেভিলিয়ার্সের আগুনে ব্যাটিং হারিয়ে দেয় কেকেআর-কে। এবার কিন্তু দলে ফিরেছেন লকি ফার্গুসন। তাই বোলিং শক্তি বেড়েছে দলের। এদিন নারিনকেও খেলানোর চেষ্টা কেকেআর করতে পারে। সেক্ষেত্রে হয়তো ফের বাদ পরতে পারেন কুলদীপ যাদব। কিন্তু কলকাতা এবার বোলিং শক্তিতে শক্তিশালী। একটাই বড় ধাক্কা কেএকআর-এর। আন্দ্রে রাসেল ৯টা ম্যাচ খেলে ৯টাতেই ব্যর্থ। তাঁর সেই আগুনে ব্যাটিং থেকে বঞ্চিত হচ্ছে দল, বঞ্চিত হচ্ছেন কেকেআর ভক্তেরা।

বিরাট কোহলিরা এবার তুলনায় অনেক ভাল খেলছেন। ডেভিলিয়ার্স দুরন্ত ফর্মে রয়েছেন। কোহলি প্রথম দিকে তেমন খেলতে না পারলেও এখন ফর্মে রয়েছেন। এই ২ ঝোড়ো ব্যাটিং শক্তি ম্যাচে ফারাক গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।


অন্যদিকে ব্যাটিং লাইন আপে কিন্তু পাল্লা ভারী কলকাতার। যত দূর পর্যন্ত ভাল ব্যাটিং কলকাতার রয়েছে তা বিরাটদের নেই। কলকাতার ৭ নম্বর পর্যন্ত ব্যাট করে দিতে পারে। নারিন ঢুকলে তা ৮ হয়ে যাবে।

এখন যা পরিস্থিতি তাতে পরপর ২টি ম্যাচে এবারের আইপিএল-এর লিগ টেবিলের মাথায় থাকা ২টি দল দিল্লি ও মুম্বইকে হারিয়ে দিয়েছে তলানিতে থাকা পঞ্জাব। ফলে তারা ছন্দ পেয়ে গেছে। মনোবলও বেড়ে গেছে। লিগের ৫ নম্বরে উঠে এসেছে পঞ্জাব। ফলে তারাও এবার প্লে অফে জায়গা পাওয়া নিয়ে ভাবতে শুরু করেছে। সেখানে এদিন বেঙ্গালুরু জিতলে তারা প্লে অফে অনেকটাই নিশ্চিত করে ফেলবে তাদের জায়গা।


অন্যদিকে বিরাটদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থাকা কলকাতা চাইছে এদিন জিতে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে বেঙ্গালুরুকে পিছনে ফেলে লিগ টেবিলের ৩ নম্বরে উঠে আসতে। তাতে ওপরের ২টি জায়গা থেকে কেউ নামলে প্রথম ২-য়ে জায়গা নিশ্চিত করা সহজ হবে কেকেআর-এর পক্ষে। তাতে সেমিফাইনালে তারা প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ফেরার সুযোগ থাকবে।

এদিন তাই ২ দলের লড়াই হবে টক্করে। কলকাতার বড় সমস্যা তাদের ঝোড়ো শুরুর অভাব। খেলার শুরুতে পাওয়ার প্লে-তে বড় রান করতে পারছেন না শুভমান গিল-রাহুল ত্রিপাঠীরা।

শুরুতে রানটা টেনে রাখতে পারলে ও পরে ভাল ব্যাট করতে পারলে শেষে গিয়ে ১৫ থেকে ২০ রান বেশি ওঠে। সেটাই কিন্তু ম্যাচের শেষে ফারাক গড়ে দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button