
টি-২০ বিশ্বকাপে যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে মনে করছিলেন ভারতেরই অনেক প্রাক্তন খেলোয়াড়, সেই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে কার্যত উড়িয়ে দিল ইংল্যান্ড। জ্যাসন রয়ের ঝোড়ো ইনিংসের হাত ধরে এদিন খুব সহজেই কিউয়িদের দেওয়া ১৫৩ রানের চ্যালেঞ্জ টপকে যায় ইংল্যান্ড। ১৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রানের গণ্ডি পার করে তারা। তাও মাত্র ৩ উইকেট হারিয়ে। এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১৫৩ রান। তখনও দেখে মনে হচ্ছিল রানটা নেহাত কম নয়। ফলে ইংল্যান্ডের পক্ষে এই রান তোলা দিল্লর ফিরোজ শাহ কোটলার মাঠে সহজ হবে না। কিন্ত ব্যাট করতে নামার পরেই ইংল্যান্ড বুঝিয়ে দিল ধারণা ভুল। কিউয়ি বধের জন্য এই রান তাড়া করা তাদের কাছে বড় একটা কঠিন হবে না। একরকম ধীরেসুস্থে খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইংল্যান্ড। সাত উইকেটে হেরে এবারের মত টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল সাড়া জাগানো নিউজিল্যান্ডকে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। মুম্বইয়ের এই হাইভোল্টেজ ম্যাচেই স্থির হয়ে যাবে ফাইনালে ইডেনের সবুজ গালিচায় ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে কোন দল।