Sports
লজ্জার হার দিয়ে যাত্রা শুরু ভারতের

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার দিয়ে টি-২০ বিশ্বকাপের যাত্রা শুরু করল ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতে নড়বড় করলেও পরে নাগপুরের ঘুর্ণি পিচে সাত উইকেট হারিয়ে ১২৬ রান করে উইলিয়ামসনরা। জয়ের জন্য ২০ ওভারে ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে বিশ্ববন্দিত ভারতীয় ব্যাটিং লাইনআপ। জয়ের জন্য লক্ষ্যমাত্রা বিশাল কিছু নয়। কিন্তু শুরুতেই ধাক্কা। ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায় ধোনির ভারত। নিউজিল্যান্ডের স্পিনের ঘুর্ণির সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। ধোনি কিছুটা চেষ্টা করলেও পিচের গুণে বল তখন কথা বলছে। কিউয়ি স্পিনারদের আঙুলের যাদুতে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হন নিউজিল্যান্ডের এমজে স্যান্টনার।