SciTech

অভিনন্দন বর্তমানের ওপর ১১টি ভিডিও সরাল ইউটিউব

পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতীয় বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানের ওপর ১১টি আপত্তিকর ভিডিও সরিয়ে নিল ইউটিউব। ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুরোধেই তারা এই ভিডিও সরিয়ে নিয়েছে বলে সংবাদ সংস্থাকে জানান মন্ত্রকের এক আধিকারিক। ১১টি ভিডিও সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে গুগলও। আইন মেনেই এই অনুরোধ তাদের কাছে এসেছিল। ফলে তারা দ্রুত সেই ভিডিওগুলি সরিয়ে নেয় বলে নিশ্চিত করেছে গুগল।

গত বুধবার পাকিস্তানের এফ-১৬ বিমানের ভারতের দিকে আসা রুখে দিতে সাহসের সঙ্গে মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে তাড়া করেন অভিনন্দন। ১টি এফ-১৬-কে গুলি করার পর তাঁর বিমানটিও ভেঙে পড়ে। পাকিস্তানের মাটিতে গিয়ে পড়েন অভিনন্দন। ফলে তাঁকে যুদ্ধবন্দি হিসাবে গ্রেফতার করে পাকিস্তান। যদিও তাঁকে নিঃশর্তে ফেরানোর জন্য ভারতের প্রবল চাপের মুখে বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেন অভিনন্দনকে শুক্রবারই ছেড়ে দেবেন তাঁরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অভিনন্দন গ্রেফতারের পর দেখা যায় ইউটিউবে বেশ কিছু ভিডিও তোলা হয়। সেসব ভিডিও মুছে দেওয়ার জন্য ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে অনুরোধ যায় ইউটিউবের কাছে। তারপরই তা মুছে দেওয়া হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *