Sports

পেলে চলে গেলেন, বিতর্কটা রয়ে গেল

ফুটবল সম্রাট পেলে-র চিরবিদায় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ফুটবল বিশ্বের এ এক অপূরণীয় ক্ষতি। একটা যুগের অবসান। তবু কোথাও বিতর্কটা রয়ে গেল।

কিছুদিন আগেই ফুটবল বিশ্বকে কাঁদিয়ে অকালে চিরনিদ্রায় চলে যান দিয়েগো মারাদোনা। সময়টা ছিল ২ বছর আগের নভেম্বর মাস। আর তার ঠিক ২ বছরের মাথায় ডিসেম্বরে চলে গেলেন ফুটবল সম্রাট এডসন অ্যারান্টেস ডো ন্যাসিমেন্টো। যাঁকে তাঁর ডাকনাম পেলে বলেই মানুষ চিনতেন।

ফুটবলের রাজপুত্র ও ফুটবলের সম্রাটের ২ বছরের মধ্যে চিরবিদায় ফুটবল বিশ্বকে শোকস্তব্ধ করেছে। ৮২ বছর বয়সে ক্যানসার আক্রান্ত পেলের মৃত্যু মানুষ মেনে নিতে না পারলেও দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন পেলে।

হাসপাতাল ঘর চলছিল। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পেলে। তবে তাঁর কীর্তি চিরদিনের হয়ে রয়ে গেল। যেমন রয়ে গেছে মারাদোনার। আর সেখানেই বিতর্কটা এখনও রয়ে গেল।

Pele
পেলে, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়টি কে তা নিয়ে দ্বন্দ্বটা হয়তো চলতেই থাকবে। একটা সময় ছিল পেলেই ছিলেন বিশ্বের সেরা ফুটবলারটি।


১৯৮৬-র বিশ্বকাপে মারাদোনার অতিমানবিক ফুটবল প্রতিভা গোটা বিশ্বকে ভাবাতে বাধ্য করে তবে কি মারাদোনাই সেরা? এখন আবার এই ২ কিংবদন্তির মাঝে আরও একটি নাম নিয়ে চলছে বিতর্ক। তিনি মেসি। যাঁর হাত ধরে ফের দেশে বিশ্বকাপ নিয়ে যেতে পারল আর্জেন্টিনা।

Diego Maradona
দিয়েগো মারাদোনা, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

পেলে না মারাদোনা, বিতর্কটা হয়তো কোনওদিন থামবে না। আর সেই বিতর্কে আরও একটি নামও হয়তো উঁকি দেবে, পেলে, মারাদোনা না মেসি? সেরাটা কে?

Lionel Messi
লিওনেল মেসি, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @teammessi

পেলে, মারাদোনার চিরবিদায় ফুটবল পাগল মানুষের চোখ ভিজিয়েছে। তবে তাঁদের কীর্তি চিরকালীন হয়ে রইল। যেমন রয়ে গেল বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা কে তা নিয়ে বিতর্ক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button