Sports

বছর ঘুরতেই অকালে চলে গেলেন দিয়েগো মারাদোনার ছোট ভাই

দাদা দিয়েগো মারাদোনার মৃত্যু হয়েছে ১৩ মাস হল। বলা ভাল বছর ঘুরেছে মাত্র। এবার চলে গেলেন তাঁর ছোট ভাই হুগো মারাদোনা। যাঁর ফুটবল কীর্তিও যথেষ্ট।

দিয়েগো ছিলেন বড়। তিনি ছিলেন ছোট ভাই। দিয়েগো মারাদোনার যখন জগত জোড়া খ্যাতি তখন দাদার সেই সূর্যের আলোর মত উজ্জ্বল জনপ্রিয়তায় তাঁর ফুটবল প্রতিভা সেভাবে বিশ্বখ্যাত হয়নি। তবে তিনিও নেহাত কম যেতেননা।

হুগো মারাদোনার বড় ক্লাবে ফুটবলার জীবন শুরু ১৯৮৭ সালে। সেসময় নাপোলি ক্লাবে তিনি যোগ দেন। বিশ্বের ক্লাব ফুটবলের ইতিহাসে নাপোলি তখন প্রথমসারির নাম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এরপর কিন্তু ক্লাব ফুটবলে যথেষ্ট সুখ্যাতি পান হুগো। দিয়েগো মারাদোনার মত প্রতিভা না থাকলেও তিনি ক্লাব ফুটবলে নিজের দলের অন্যতম ভরসা ছিলেন। নাপোলি ছাড়াও খেলেছেন রায়ো ভালেকানো, ব়্যাপিড ভিয়েনা সহ বিশ্বের বেশ কয়েকটি ক্লাবে।

হুগো মারাদোনার মৃত্যুর খবর মঙ্গলবার জানায় ইতালির ক্লাব নাপোলি। যেখান থেকে হুগোর বড় ক্লাবে খেলা শুরু। তবে ঠিক কী কারণে তিনি মারা গেলেন তা জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।

দাদা দিয়েগো মারা গিয়েছিলেন ৬০ বছর বয়সে। ফুটবলারদের পরিবারে মাত্র ১ বছরের মধ্যে ২ ভাইয়ের মৃত্যু তাও আবার অকালে এক শোকস্তব্ধতা এনে দিয়েছে। গোটা পরিবার শোকাহত।

দাদার প্রায় পিছু পিছুই ভাইয়ের এই প্রয়াণ পরিবারে এক শ্মশানের নিস্তব্ধতা বয়ে এনেছে। তাঁর প্রাক্তন ক্লাব নাপোলির পক্ষ থেকে কর্মকর্তারা গভীর শোক ব্যক্তি করেছেন। ফুটবল বিশ্বও হুগোর মৃত্যুতে শোকাহত। অনেকেই সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *