Sports

২৫ বছর কারাবাসের মুখে মারাদোনার চিকিৎসক

৬ মাসও হয়নি বিশ্বের কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনার জীবনাবসান হয়েছে। এরমধ্যেই তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও নার্সিং স্টাফেরা লম্বা কারাবাসের মুখে এসে দাঁড়িয়েছেন।

দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণ ফুটবল প্রেমীরা অনেকেই মেনে নিতে পারছেন না। তবে যা বাস্তব তাকে তো মেনে নিতেই হয়।

মারাদোনার মৃত্যুর এখনও ৬ মাসও হয়নি। তাঁর মৃত্যু নিয়ে কিন্তু রহস্য এখনও জীবিত। ইতিমধ্যেই সরকারপক্ষের আইনজীবীরা মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক, তাঁর মনোরোগ বিশেষজ্ঞ ও তাঁর নার্সিং স্টাফদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন।

মারাদোনার চিকিৎসক লিওপোলদো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচভ এবং তাঁর নার্সিং স্টাফদের বিরুদ্ধে হওয়া এই অভিযোগ প্রমাণ হলে তাঁদের ৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে।

মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ৭ জন দেশ ছেড়ে যেতে পারবেন না। মে মাসের শেষ থেকেই তাঁদের জেরার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।


গত বছর নভেম্বর মাসে ৬০ বছর বয়সে প্রয়াত হন দিয়েগো মারাদোনা। শুধু আর্জেন্টিনা বলেই নয়, গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল এই খবর শুনে।

মৃত্যুর কিছুদিন আগেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। যা সফলও হয়েছিল। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন মারাদোনা। তারপরই আচমকা তাঁর মৃত্যু হয়।

মারাদোনার মৃত্যুর পিছনে চিকিৎসকদের গাফিলতি দেখছে এক্সপার্ট কমিশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button