Entertainment

দীপিকা পাড়ুকোন কী সন্তানসম্ভবা, ছবি ঘিরে হৈচৈ তুঙ্গে

নেট দুনিয়ায় কোনও হৈচৈ হতনা, যদিনা বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিষয়টা উস্কে দিতেন! কিন্তু তাঁরাই বিষয়টায় হাওয়া দিয়েছেন। ফলে সেই হাওয়া নেট দুনিয়ায় ঝড় হতে সময় নেয়নি। একের পর এক ছবি। আর তার তলায় কমেন্ট। সব মিলিয়ে রণবীর-দীপিকা কিন্তু তাঁদের সন্তান আগমনের একটা বার্তা যেন দিয়েই দিয়েছিলেন। আর যায় কোথায়! নেট দুনিয়া এখন হামলে পড়েছে দীপিকার বেবি বাম্প খুঁজতে!

‘হাই ড্যাডি, হাই বেবি’ লিখে দীপিকা ও রণবীর সোশ্যাল সাইটে নিজেদের ছবি পোস্ট করেছেন। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। রণবীর একটি নীল স্যুটে রয়েছেন। আর দীপিকা একটি ঢিলেঢালা পোশাকে রয়েছেন। ওপরে ফেলা দোপাট্টা। দীপিকা পাড়ুকোন মানে সকলে জানেন গায়ের সঙ্গে লেপ্টে থাকা জামাকাপড় পড়তেই তিনি পছন্দ করেন। ঢিলেঢালা পোশাকে তাঁকে দেখা যায়না। সেখানে কেন এমন পোশাক? তাঁদের দেওয়া ক্যাপশনই বা কিসের ইঙ্গিত? নেট দুনিয়া কিন্তু সব অনুমান করে ফেলেছে।

একের পর এক কমেন্টে কোথাও লেখা দীপিকা সন্তানসম্ভবা। কেউ লিখেছেন ভালভাবেই বোঝা যাচ্ছে প্রেগন্যান্ট। ঢিলে পোশাক নিয়ে কেউ লিখেছেন বেবি বাম্প লোকানোর চেষ্টা। তবে এত জল্পনা ছড়ালেও এখনও এ বিষয়ে মুখ খোলেননি বলিউড দম্পতি। যদিও গত বছর বিয়ের পর বিভিন্ন সময়ে দীপিকা সন্তানসম্ভবা বলে জল্পনা রটে। এদিকে ছপক ও ৮৩ সিনেমার পর আর নাকি কোনও নতুন সিনেমায় সই করছেননা দীপিকা! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published.