State

মানুষ মুখ্যমন্ত্রীর পাশে নেই, দাবি দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর মিছিলে ভিড় নেই। যেসব ধর্না মঞ্চ করা হচ্ছে সেখানে কেবল তৃণমূল নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে। মঞ্চে তাঁরা থাকলেও সামনে কোনও লোক নেই। এসব থেকেই পরিস্কার যে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। মানুষ চেয়েছিলেন সিএএ হোক। বিজেপি মানুষের সেই আশা পূরণ করেছে। সেজন্য বিজেপি যেখানেই মিছিল, মিটিং করছে সেখানে হাজার হাজার মানুষ জমায়েত করছেন। এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন দিলীপবাবু।

আগেই বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল মানুষকে সিএএ সম্বন্ধে বোঝানো হবে। বিজেপি নেতা কর্মীরাই মানুষকে বুঝিয়ে বলবেন সিএএ কেন তাঁদের জন্য উপকারি। সেই চেষ্টা বিজেপি এ রাজ্যেও আগেই শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় মিছিল করে সিএএ-র জন্য অভিনন্দন যাত্রা করেছে। অংশ নিয়েছেন বিজেপি নেতারা। এবার মানুষকে ঘরে ঘরে গিয়ে বোঝানোর কর্মসূচি নিচ্ছেন তাঁরা।

দিলীপবাবু বলেন, আগে তাঁদের নেতা কর্মীদের বোঝানো হবে। সেসব নেতাকর্মী এরপর বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সিএএ সম্বন্ধে বুঝিয়ে বলবেন। সিএএ কেন জরুরি তাও সকলকে বোঝাবেন তাঁরা। বিজেপি আগামী জানুয়ারি মাস জুড়েই যে এই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সেকথাও জানিয়ে দেন দিলীপবাবু। প্রসঙ্গত সোমবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিজেপির তরফে সিএএ-র পক্ষে মিছিল বার করা হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *