National

অমরনাথ যাত্রায় একই দিনে মৃত ২ পুণ্যার্থী

অমরনাথ গুহায় শিবলিঙ্গ দর্শনে ভিড় উপচে পড়ছে। প্রতিদিনই মানুষের সারি চলেছে গুহার দিকে। দুর্গম পাহাড়ি পথ। কষ্টকর যাত্রা। তবে কষ্টের শেষে অমরনাথ গুহায় বরফের লিঙ্গ দর্শনের সৌভাগ্য অপেক্ষা করছে। এই ভাবনা কম বয়সী থেকে বৃদ্ধ সকলকে উৎসাহ দেয় এগিয়ে যাওয়ার। পাশে থাকে হিমালয়ের অপার সৌন্দর্য। পহেলগাম থেকে সবচেয়ে বেশি মানুষ ওঠেন। সেই পথেই উঠছিলেন শ্রীকান্ত দোশী। ৬৫ বছরের এই বৃদ্ধ গুজরাটের বাসিন্দা। শেষনাগ পর্যন্ত পৌঁছন তিনি। কিন্তু তারপর সেখানেই বসে পড়েন। শেষনাগে অমরনাথ যাত্রীরা সকলেই বিশ্রাম নেন। তিনি বিশ্রাম নিতে বসেন বটে। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার এই ঘটনা ঘটে।

শুক্রবারই আরও এক অমরনাথ যাত্রীর মৃত্যু হয়েছে। অমরনাথ যাত্রা সম্পূর্ণ করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা ৫৫ বছরের শশী কুমার। যাত্রা শেষে বিশ্রাম নিতে বসার পরই তাঁরও মৃত্যু হয়। একই দিনে দুজনের মৃত্যু যাত্রীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে ঠিক কী কারণে এঁদের মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অমরনাথ যাত্রা প্রতি বছর ৪৫ দিনের জন্য হয়। বছরের এই ৪৫টি দিন সাধারণ মানুষ পোঁছতে পারেন এই শিবলিঙ্গের কাছে। ২০১৯ সালে ২ জুলাই থেকে শুরু হয়েছে যাত্রা। চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। গত ১০ দিনে ১ লক্ষ ৪৪ হাজার মানুষ অমরনাথ দর্শন সম্পূর্ণ করেছেন। এখনও বহু পুণ্যার্থী অপেক্ষায় অমরনাথ গুহায় পৌঁছনোর জন্য। হাতে এখনও অনেক দিন। তবে এই দুর্গম যাত্রাপথে অনেক সময়ই মানুষের শারীরিক সমস্যা হয়। সমতল থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় অমরনাথ গুহা অবস্থিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

2 Comments

  1. আমি তিন জুলাই বাবা দর্শন করার সৌভাগ্য অর্জন
    করেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *