National

ফের ঘর ভাঙল বিজেপির, তৃণমূলে ফিরে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

অবশেষে বিজেপি ছেড়ে ফের ঘাসফুলেই ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলার মঞ্চে তুলে নিলেন তাঁর পুরনো দল তৃণমূলের পতাকা। তুললেন তৃণমূল জিন্দাবাদ স্লোগান।

বিজেপি ছেড়ে ফের তাঁর পুরনো দল তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জল্পনাটা বহু দিন ধরেই চলছিল। তবে তৃণমূলের একাংশ সহ ডোমজুড়ের তৃণমূল সংগঠন চাইছিল না তিনি তৃণমূলে ফেরত আসুন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন তৃণমূলে ফেরানো না হয় সেই বার্তা দিয়ে পোস্টারও পড়ে এলাকায়।

এরপর বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধেই কথা বলতে শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ফলে তাঁর তৃণমূলে ফেরা ছিল সময়ের অপেক্ষা।

অবশেষে ত্রিপুরার আগরতলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তাঁর পুরনো দলের পতাকা তুলে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফিরলেন তাঁর পুরনো দলে। পতাকা তুলে নিয়েই স্লোগান দিলেন তৃণমূল জিন্দাবাদ।

বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তৃণমূল নেতা কর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। চোখের জলে সেদিন বিদায় জানিয়েছিলেন তৃণমূলকে।

তারপর বিজেপির হয়ে প্রচার করার পাশাপাশি ডোমজুড় কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজীব। যে ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জিতেছিলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে ডোমজুড় থেকে গোহারান হারেন। বিধানসভায় নির্বাচনে তৃণমূলও নবান্নে ফেরে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে।

ঠিক তার পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে থেকেও বেসুরো গাইছিলেন। তাই বিজেপিতেও কানাঘুষো চলছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিলেন বলে। সেটাই হল রবিবার। রাজীব বন্দ্যোপাধ্যায় ফেরত এলেন তৃণমূল কংগ্রেসে। আবারও ঘর ভাঙল বিজেপির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *