National

প্রথম দফার নির্বাচনের প্রচারে ইতি

পশ্চিমবঙ্গে এবার ৭ দফার দফাতেই নির্বাচন। দেশের যে ৩টি রাজ্যে ৭ দফার সব দফাতেই নির্বাচন হচ্ছে তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা আসনে ভোটগ্রহণ। এখানে প্রধানমন্ত্রী সভা করে গেছেন। মুখ্যমন্ত্রী পরপর সভা করেছেন। এবার জনগণের মতামত প্রকাশের পালা। তার আগে মঙ্গলবার বিকেলেই শেষ হয়েছে এই ২ লোকসভা আসনে প্রচার। নির্বাচনী বিধি মেনে শেষ প্রচার পর্ব।

প্রথম দফায় দেশের ২০টি রাজ্যের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। যারমধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, অসম, তেলেঙ্গানা সহ ২০টি রাজ্য। অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের সবকটিতেই বৃহস্পতিবার ভোটগ্রহণ। তেলেঙ্গানার ১৭টি আসনে ভোট। মঙ্গলবার সব জায়গাতেই বিকেল ৫টার পর বন্ধ হয়েছে প্রচারপর্ব।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আগামী দিনে ভোটগ্রহণ কেন্দ্র সেজে উঠবে। আধাসেনা বুথের দায়িত্ব নেবে। আসবেন নির্বাচনের কর্মীরা। এভাবেই কাটবে বুধবার। আর বৃহস্পতিবার সকাল ৭টা বাজলেই শুরু হবে ভোটগ্রহণ পর্ব। শুরু হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। লোকসভা নির্বাচন ২০১৯।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *