Kolkata

বিতর্কের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত

কলকাতার অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে নিয়মিতভাবেই। সোমবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন। তাঁদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। পরিভাষায় একে এরিয়া ডমিনেশন বলা হয়। যে এলাকায় রুট মার্চ হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করতে উপস্থিত থাকছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা।

সোমবার সকাল থেকেই বাগবাজার ও শ্যামবাজারের বিভিন্ন গলিতে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। নিশ্চিন্তে ভোটদানে অভয় দেন তাঁদের। রুট মার্চ হয় তালতলা এলাকাতেও। এখানেও পুরনো কলকাতার অলিগলি। সেখান দিয়েই চলে রুট মার্চ। বহু স্থানীয় মানুষই রুট মার্চ দেখতে উঁকি দেন বারান্দা বা জানালা থেকে। অনেকে সদর দরজায় বেরিয়েও আসেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
2019 Indian General Election
অত্যাধুনিক অস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ছবি – আইএএনএস

কলকাতা বলেই নয়, এদিন নিউটাউনের বেশ কিছু জায়গায় রুট মার্চ হয়। কলকাতায় ভোট এখনও অনেক দেরি। এখনও ২ মাস বাকি। তবে রুট মার্চ কিন্তু চলছে। এদিকে দলীয় কর্মীসভা থেকে রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনী বাড়িতে বাড়িতে হুঁশিয়ারি দিচ্ছে বলে দাবি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনেও নালিশ জানাতে পারে বলে খবর।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *