SciTech

গ্রাহক সুরক্ষায় আরও কঠোর হচ্ছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ এখন স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। সেই হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত করতে কঠোর হচ্ছে মেটা।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। এদিকে যত দিন যাচ্ছে ততই বাড়ছে সাইবার ক্রাইম। ইন্টারনেটের এই অন্ধকার জগতের মানুষজন যাতে কোনও গ্রাহকের হোয়াটসঅ্যাপে লুকিয়ে ঢুকে পড়তে না পারে, কারও ব্যক্তিগত চ্যাটে নজরদারি করতে না পারে বা কারও হোয়াটসঅ্যাপকে অন্যায় কাজে ব্যবহার করতে না পারে সেজন্য আরও কঠোর নিয়ম আনতে চলেছে মেটা সংস্থা। প্রসঙ্গত ফেসবুকের মত মেটা সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট অন্য কোনও ডিভাইস থেকে খোলার চেষ্টা হলেই তা জানান দেবে হোয়াটসঅ্যাপ। সেই ডিভাইসে চট করে হোয়াটসঅ্যাপ খোলা যাবেনা। সেখানে যাচাইকরণের ক্ষেত্রে আরও একটি অতিরিক্ত স্তর যুক্ত করা হতে চলেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এক্ষেত্রে একটি ৬ সংখ্যার কোড পাঠাবে সংস্থা। সেই কোড নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে ব্যবহার করতে হবে। যদি তা না করতে পারে কেউ, তাহলে ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলবেও না।

এভাবে সঠিক গ্রাহক ছাড়া যাতে অন্য কেউ অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা করছে হোয়াটসঅ্যাপ। এখনও যাচাইকরণ হচ্ছে। কিন্তু তা যথেষ্ট নয় বলেই মনে করছে সংস্থা। তাই অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলার ক্ষেত্রে আরও কঠোর হতে চলেছে সংস্থা। এতে গ্রাহক সুরক্ষা আরও সুনিশ্চিত করা যাবে।

তবে এখনও এই ব্যবস্থা চালু করেনি সংস্থা। এই ব্যবস্থা আনার জন্য কাজ চলছে। আগামী দিনে এই ব্যবস্থা দেখতে পাওয়া যাবে। তবে ঠিক কবে থেকে এই ব্যবস্থা চালু হবে তা এখনও স্পষ্ট নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *