অশান্তির হাত থেকে রেহাই পেল না বিধানসভা ভোটের দ্বিতীয় দফাও। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অশান্তির খবর আসতে শুরু করে। সকালে ইলামবাজারে সিপিএম ও আরএসপি কর্মীদের মারধরের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ওঠে। মালদহের সুজাপুরে কংগ্রেস এজেন্টদের তৃণমূল বসতে দিচ্ছে না বলে অভিযোগ সামনে আসার পর দু’পক্ষে কয়েকটি জায়গায় বচসার ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে অনেক বুথেই সিপিএম এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সাফ জানান হয়েছে কোনও দল যদি কোনও এজেন্ট না দিতে পারে সেটা তাদের ভাবার বিষয় নয়। পারুইয়ে এবার তৃণমূলের প্রধান হাতিয়ারই হৃদয় ঘোষ। হৃদয়বাবু জানান, এলাকার শান্তি ও মানুষের ইচ্ছা তাঁর কাছে সর্বাগ্রে। তাই বাবার মৃত্যুকে পাশে সরিয়ে রেখে এলাকার স্বার্থে তিনি পারুইয়ে তৃণমূলের হয়ে কাজ করছেন। অভিযোগ এদিন পারুইয়ে একটি বুথের ১০০ মিটারের মধ্যে হৃদয় ঘোষের সমর্থকরা ভিড় জমালে তাঁদের হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও হৃদয় ঘোষ জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই। ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহের বশেই ভিড় জমিয়েছিলেন।
Read Next
October 6, 2024
ভারত বাংলাদেশ সীমান্তে অচেনা প্রাণির দেখা, তাকে ফেলেই আমবাগানে ৪ জন
October 5, 2024
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পুজো কি বৃষ্টিতে ভাসবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
October 3, 2024
পুজোর মুখে কদিন ধরে কেমন হবে বৃষ্টি, পূর্বাভাস মোটেও সুখের নয়
September 25, 2024
বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, ৪ জেলায় লাল সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ
Related Articles
Leave a Reply