State

তৃণমূলের ব্যাজ পরে বুথে অনুব্রত

Anubrata Mandalভোটের দিনেও বিতর্কে জড়ালেন বীরভূমের নজরবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবার সকালে ভোট দিতে যান তিনি। অভিযোগ তিনি যে পোশাক পরে ভোট দিতে যান তাতে তৃণমূলের ব্যাজ লাগানো ছিল। নির্বাচনী বিধি অনুযায়ী যা সম্ভব নয়। কারণ বুথের মধ্যে কোনও দলীয় প্রতীক কোনও ভাবে প্রকাশ্যে আনা যায় না। পরে এ নিয়ে প্রশ্ন করা হলে টিভিতে যে ছবি দেখানো হচ্ছে তা পুরনো ছবি বলে দাবি করেন অনুব্রতবাবু। প্রাথমিক প্রতিক্রিয়া এটা হলেও পরে ব্যাজ পরে বুথে ঢোকাকে অনিচ্ছাকৃত ভুল বলে জানান তিনি। কমিশন তাঁকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে। তাই তাঁর সঙ্গে সবসময় থাকছেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোলা হচ্ছে তাঁর প্রতিটি গতিবিধির ছবি। কিন্তু ভোটের দিন দলীয় কর্মীর বাইকে চেপে অনুব্রত মণ্ডল ভোট দিতে চলে গেলেন। আর পিছনে পড়ে রইলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ভিডিওগ্রাফার। কোথায় গেলেন অনুব্রত। কিছুক্ষণের জন্য সে খবরও তিনি জানতে পারলেন না। মিডিয়ার গাড়ির ভিড় থাকায় অনুব্রতকে অনুসরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে যদিও পার্টি অফিসে ফিরে আসার পর ফের অনুব্রত মণ্ডলের দেখা পান তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *