National

দেশজুড়ে এনপিআর আপডেট হবে, সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

সিএএ, এনআরসি তো বটেই এমনকি এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার বিরুদ্ধেও দেশের অনেক রাজ্যের আপত্তি রয়েছে। তা সত্ত্বেও মঙ্গলবার এনপিআর আপডেট করায় সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই কাজে খরচ পড়বে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এদিন একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অসম ছাড়া সারা দেশেই এনপিআর বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও একটি এলাকায় ৬ মাসের ওপর থাকলে তবেই এনপিআর-এ নাম নথিভুক্ত হবে।

এনপিআর নিয়ে কাজকর্ম তাদের রাজ্যে হবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা ও পঞ্জাব। কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে রাজ্যগুলিকে এটা মানতেই হবে। এছাড়া আর কোনও পথ তাদের সামনে খোলা নেই। এনপিআর আপডেট শেষবার হয় ২০১৫ সালে। আবার ২০২০-তে এনপিআর আপডেট করতে চাইছে কেন্দ্র। কাজ চলবে ২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরই ২০২১ সালের জনগণনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কেন্দ্র বলছে রাজ্যগুলিকে মানতেই হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু সাফ জানিয়েছেন তিনি এটা হতে দেবেন না তাঁর রাজ্যে। ফলে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কী আগামী দিনে এনপিআর বিরোধী আন্দোলনও রাজ্যে দানা বাঁধতে চলেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা এনপিআর আপডেট নিয়ে সবুজ সংকেত দেওয়ার পর সেই সম্ভাবনাও পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *