SciTech

আরও সহজ হল উবার বুক করা, আর লাগবে না উবার অ্যাপ

শহুরে জীবনে অ্যাপ ক্যাবের গুরুত্ব ক্রমশ বাড়ছে। অন্যতম অ্যাপ ক্যাব সংস্থা উবার এবার তাদের গাড়ি বুকিং আরও সহজ করে ফেলল।

কোথাও পৌঁছতে এখন ট্যাক্সির চেয়ে অ্যাপ ক্যাবে বেশি স্বচ্ছন্দ বোধ করেন মানুষজন। ঘরে বসে বা যে কোনও জায়গা থেকে বুক করে ফেললে দরজায় হাজির গাড়ি। আগে থেকে জেনে নেওয়া যায় ভাড়া কত পড়ছে। ভাড়া মেটাতে অনলাইন পেমেন্টের সুবিধাও মানুষের কাছে অন্যতম বড় সুবিধা।

সেই অ্যাপ ক্যাবের জগতে অন্যতম প্রধান নাম উবার। কলকাতাতেও এখন উবার অ্যাপ ক্যাবের অন্যতম ভরসা। এবার ভারতে উবার বুক করা আরও সহজ করল সংস্থা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

উবার এবার হাত মিলিয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে। এবার থেকে হোয়াটসঅ্যাপ মারফতও বুক করে ফেলা যাবে উবার। আপাতত লখনউতে এটা পাইলট প্রকল্প হিসাবে চালু করেছে তারা। আগামী দিনে তা সারা ভারতেই ছড়িয়ে পড়বে।

বৃহস্পতিবার এই নয়া সুবিধার কথা ঘোষণা করে সংস্থা। এরফলে আগামী দিনে উবার অ্যাপের সাহায্য ছাড়াই উবার বুক করা যাবে।

ফলে উবের অ্যাপ না চাইলে ডাউনলোড করারও দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ থাকলেই হবে। এই সুবিধা ভারতীয়দের উবার বুক করাকে আরও অনেক সহজ করে দিল বলেই মনে করছে সংস্থা।

এখন উবার বুক করতে গেলে একমাত্র ভরসা ইংরাজি। আগামী দিনে অন্য ভাষাতেও উবার বুক কররা সুবিধা আনতে চলেছে সংস্থা।

এতে ইংরাজি জানা আর বাধ্যতামূলক থাকবে না। যিনি যে ভাষায় স্বচ্ছন্দ তিনি সেই ভাষাতেই অনায়াসে বুক করতে পারবেন উবার। আগামী দিনে এই সুবিধাও আনতে চলেছে উবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *