National

সন্তানকে স্তন্যদানের জন্য তাজের চত্বরে আলাদা ঘর

একদম ছোট বাচ্চাকে সঙ্গে করে ঘুরতে গেলে মায়েদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় রাস্তায় শিশুর খাবার সময় হলে। খোলা জায়গায় তাঁদের পক্ষে স্তন্যপান করানো মুশকিল হয়। অথচ শিশুর জন্য তা আবশ্যিক। সেসব কথা মাথায় রেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রস্তাব দিয়েছিল আগ্রার তাজমহলে মায়েদের জন্য একটি বিশেষ ঘর তৈরি করে দেওয়ার। যেখানে তাঁরা তাঁদের সন্তানদের প্রয়োজনে স্তন্যপান করাতে পারেন। এবার সেই ব্যবস্থাই পাকা হল। তাজমহল চত্বরে তৈরি হল স্তন্যপান করানোর জন্য আলাদা ঘর।

তাজমহলে প্রতি দিন প্রায় ২২ হাজার মানুষ বেড়াতে আসেন। তাঁদের অনেকে কোলে সন্তানকে নিয়েই হাজির হন। এমন মায়েদের জন্য তাজমহল চত্বরেই তৈরি হয়েছে একটি ১২ ফুট বাই ১২ ফুটের ঘর। ঘরের মধ্যে থাকছে সোফার ব্যবস্থা। মায়েদের স্তন্যপান করানোর সুবিধার কথা ভেবেই সোফা তৈরি হয়েছে। থাকছে একটি ডাইপার বদলানোর টেবিল। ঘরে একজন মহিলা কর্মচারি সবসময় থাকবেন। তিনি প্রয়োজনে মায়েদের সাহায্য করবেন।

বৃহস্পতিবার এই বিশেষ ঘরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। এএসআই জানাচ্ছে, সারা ভারতে যে কটি দ্রষ্টব্য স্থান রয়েছে তারমধ্যে তাজমহলই প্রথম জায়গা যেখানে এমন একটি স্তন্যদানের ঘর তৈরি হল। এমনই ঘর আগ্রা ফোর্টেও তৈরি হচ্ছে। যা একমাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। এমনই স্তন্যদানের ঘর তৈরি হচ্ছে ফতেহপুর সিক্রিতেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *