National

স্ত্রীকে আস্ত তাজমহল উপহার দিলেন স্বামী

সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন তাঁর স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। এবার আরও একটি তাজমহল তৈরি হল দেশে। জীবিত স্ত্রীকে তা উপহার দিলেন স্বামী।

স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় তৈরি হয়েছিল তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান ২২ বছর ধরে ২০ হাজার শ্রমিকের সাহায্যে বিশ্বের এই অন্যতম আশ্চর্যের জন্ম দিয়েছিলেন।

এবার দেশে তৈরি হল আরও এক তাজমহল। যা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে উপহার দিলেন। মধ্যপ্রদেশের বুরহানপুরে ৯০ বর্গ মিটার জায়গা জুড়ে বানানো হয়েছে নতুন তাজমহলটি। তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ বছর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২ জন ইঞ্জিনিয়ার এই নয়া তাজমহলের নকশা তৈরি করেন। তাঁদের মধ্যে ১ জন মুস্তাক আলি। এই তাজমহল তৈরি করিয়েছেন বুরহানপুরের বাসিন্দা আনন্দপ্রকাশ চোকসি। যেটি আদপে তাঁর পরিবারের বসতবাড়ি।

National News
তাজমহলের অনুকরণে তৈরি বাড়ির অন্দরমহল, ছবি – আইএএনএস

শাহজাহান তাজমহল বানিয়েছিলেন স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। আনন্দপ্রকাশও তাজমহল বানালেন তাঁর স্ত্রী মঞ্জুষার প্রতি ভালবাসা উজাড় করে দিতে। তবে স্ত্রী জীবিত থাকা অবস্থাতেই আনন্দপ্রকাশ তাঁর তাজমহল তৈরি করে ফেললেন।

পেশায় শিক্ষক আনন্দপ্রকাশ চোকসির বক্তব্য, মমতাজ বুরহানপুরে মারা গিয়েছিলেন। তাই অনেকেই ভাবেন তাহলে কেন বুরহানপুরে তাজমহল তৈরি করেননি শাহজাহান।

বুরহানপুরের ঐতিহাসিক গুরুত্বকে রেখেই নিজের বাড়িকে তাজমহলের আদলে বানানোর সিদ্ধান্ত নেন আনন্দপ্রকাশ। তাঁর তাজমহলকে ৮০ ফুট উঁচু করতে চেয়েছিলেন আনন্দপ্রকাশ। কিন্তু সরকার সে অনুমতি তাঁকে দেয়নি। যাঁরা ভ্রমণ পিপাসু তাঁদের জন্য এক দ্রষ্টব্য হয়ে উঠেছে এই নয়া তাজমহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *