Entertainment

সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সিনেমাকে কোনও রাজ্যে নিষিদ্ধ করা যাবেনা, জানাল সুপ্রিম কোর্ট

বহু উত্থানপতন, সমালোচনা, ভীতি প্রদর্শনের পর সেন্সর বোর্ডে ছাড়পত্র মিলেছে। সেন্সর বোর্ডের পরামর্শেই বদলেছে সিনেমার নাম। তারপরও দেশের ৪ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের সরকার ঘোষণা করেছিল তাদের রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তি পাবেনা। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার প্রযোজক সংস্থা ভায়াকম। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এএম খানবিলকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাওয়ার পর কোনও রাজ্যেই পদ্মাবতের প্রদর্শন বন্ধ করা যাবে না। সিনেমায় নিজস্ব মতামত তুলে ধরার অধিকার সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্গত। তাই সিনেমার নির্মাতাদের সিনেমা প্রদর্শনের সুযোগ দিতে হবে। সেইসঙ্গে বেঞ্চ জানায়, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও কোনও রাজ্যে সিনেমার ওপর আলাদা করে নিষেধাজ্ঞা কখনই গ্রহণযোগ্য নয়। যদি কোনও রাজ্য মনে করে এই সিনেমা তার রাজ্যে আইন শৃঙ্খলার জন্য সমস্যা তৈরি করতে পারে, তবে সেই রাজ্য সরকারকেই শান্তি শৃঙ্খলা রক্ষার বন্দোবস্ত করতে হবে।

এদিনের সুপ্রিম নির্দেশের পর কার্যত কোনও রাজ্যেই আর ব্যানের মুখে পড়তে হবে না পদ্মাবত-কে। এতে খুশি সিনেমার প্রযোজক সংস্থা থেকে পরিচালক সকলেই। যদিও এই নির্দেশে অনেকটাই হতাশ করণী সেনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *